“প্রেম সংঘাত”
শেখ মুহাম্মদ সোহেল রানা


রেখেছিলে এই হাতে হাত
          তুমি থাকবে বলে পাশে,
সেই সব কথা মনে হলে
          দু’চোখেতে অশ্রু আসে।
করছিলে এই কেমন প্রেম
          আজ দিয়ে গেছো ব্যথা,
শূন্য এই হৃদয়টা আমার
         শুধু ভাবে তোমার কথা।
তুমি হীনা জীবন আমার
         আর যায় না একা থাকা,
আজ প্রশ্ন জাগে এই মনে
         তুমি কেন দাওনা দেখা।
আমি করিনি কোনো ভুল
         দিয়েছিলাম তোমায় মন,
তোমার ছলনার প্রেমেতে
        হলো অভিশপ্ত এই জীবন।
তোমার বিরহে এই মনে
         কাটে নির্ঘুম প্রতিটা রাত,
কোন ভুলে করিলে তুমি
         আমার এই প্রেম সংঘাত।


[রচনাকালঃ ২৫/০৮/২০১৭ ইং]
কানিহারী, আহাম্মদাবাদ, ত্রিশাল, ময়মনসিংহ।