প্রিয়তমা তুমি
শেখ মুহাম্মদ সোহেল রানা


তুমি রুপসী...
   কেড়েছিলে আমার এ হৃদয়
      তুমি ছলনাময়ী...
        তাই নিজেকে অভিশপ্ত মনে হয়।


তুমি টর্ণেডো...
   ধ্বংশ করে দিয়েছো এ জীবন,
     তুমি ঘুর্নিঝড়...
        লণ্ডভণ্ড করে দিয়েছো এ মন।


তুমি চৈত্রের খড়া...
   ভেঙ্গে চৌচির হৃদয়ের সে ভূমি
     তুমি কাল বৈশাখির ঝড়...
       আঘাতে আহত হয়েছি আমি।


তুমি দাবানল...
   পুড়ে স্বপ্নটাকে করেছ ছারখার
     তুমি কালসাপ কালনাগিণী...
       যেই বিষে বিষাক্ত দেহ আমার।


তুমি রক্তখেকো...
  আমার দেহটা করেছ রক্তশূন্য,
    তুমি জলন্ত আগ্নেয়াগিরি...
      ধ্বংস হলাম সেই লাভার জন্য।


তুমি জলোচ্ছাস...
  ভাসিয়েছ তুমি দুচোখের জলে,
    তুমি ধ্বংসময়ী সাইক্লোন...
      কষ্টই পেলাম ভালবাসি বলে।


[]__π[]π__π[]π__π[]π__[]
[রচনাকালঃ ২৩/১১/২০১৮ ইং]
কানিহারী, আহাম্মদাবাদ, ত্রিশাল, ময়মনসিংহ।