স্বদেশ
শেখ মুহাম্মদ সোহেল রানা


বাংলা মোদের জন্ম ভূমি
    বাংলা মুখের ভাষা,
মোদের দেশে বসত করে
    হরেক মজুর চাষা।
সবুজ শ্যামল রূপের রাণী
    ছয়টি ঋতুই গড়া,
যতোই দেখবে মুগ্ধ প্রাণে
    মনটা পাগল করা।
নদীর বুকে পালের নৌকা
    মাঝি গাইছে সুরে,
ভোরে বেলা ডাকছে পাখি
    দেখলে দৃষ্টি জুরে।
মাঠে ফলে সোনার ফসল
    চাষার মুখে হাসি,
পাখি গাইছে মনের সুখে
    রাখাল বাজায় বাঁশি।
স্বদেশ ভূমি মায়ের টানে
    মনটা আসছে ছুটে,
শিমুল পলাশ গাঁদা বেলি
    গোলাপ বকুল ফুটে।
চোখ জুড়ানো এমন দৃশ্য
    নবীন রূপে সাজে,
এমন রূপের সুন্দর বাহার
    নেই কো ধরা মাঝে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্ট্রান
    মিলে মিশে থাকে,
ধর্মে দোহাই কেউ করে না
    একটা সমাজ রাখে।
পাহাড় নদী হাওর বিলে
    রূপ প্রকৃতির ঘেরা,
ধরনী মাঝে মোদের দেশ
    সকল দেশের সেরা।