একদিন এক গোলাপকে প্রশ্ন করলাম
       আচ্ছা গোলাপ তোমার সোন্দর্য্যের স্থায়িত্ব কতটা?
গোলাপ বললো চোখের পলকের মত।
       একদিন এক দুর্ব্বাকে প্রশ্ন করলাম
আচ্ছা দুর্ব্বা কতটা শক্তি থাকলে
       রাস্তার পাশে দাঁড়িয়া থাকা যায়?
দুর্ব্বা বলল পাহাড়ের মত।
      একদিক এক পাথরকে প্রশ্ন করলাম
আচ্ছা পাথর নাকি কখনো কথা বলে?
      পাথর বলল, পৃথীবীর সমস্ত মানুষ
যখন পাথর হয়ে যায়।