ভাঙ্গা হৃদয়ের আত্ম চিৎকারে নিজেকে লুকীয়ে রাখি আমি,
কান্নার প্রতিধ্বনি পিছু ছাড়ে না আমার,
কষ্ট সে তো এক নির্লজ্জ বন্ধু আমার,
হাজার বার এ মন থেকে ছুড়ে ফেলে দিলেও
বার বার ফিরে আসে এ মনের মাঝে,
যন্ত্রণারা তো নীরব সঙ্গী আমার নির্ঘুম রাতের
চাইলেও চোখের কোনে ঘুম আসতে দেয় না ওরা,
আমার নির্ঘুম রাত্রি যাপনে ওরা আমার বুকের ভিটায় আদিম নৃত্য করে,


স্বপ্ন ভাঙ্গার এক একটা বিশাল ধ্বংসাবশেষের নিচে
একাকী আমি বেঁচে থাকার আপ্রাণ চেস্তায় জীবনের
সাথে যুদ্ধ করে যাচ্ছি, কখনো মনে হয় আমি হেরে গেছি
আবার কখনো মনে হয় না কিছু স্বপ্ন এখনো বেঁচে আছে এই বুকে,
যে স্বপ্ন গুলো কে আমি প্রাণের ছোঁয়া দেব কোন একদিন,


হারিয়েছি নামের এক নষ্ট বিবর্ণ অতীত
অনেক অনেক দূর থেকে আমায় নিয়ে অট্ট হাসি হাসে,
ওদের হাসি কি যে ভয়ংকর তা হয়তো তুমি জানো না,
অসহায় আমি আবারো হারিয়ে যায় একটু একটু করে বেদনার অতলে,
এভাবে আর কত দিন ?
আর কত কান্না ,আর কত নির্ঘুম রাত্রি পোহালে মুক্তি দিবে
এ জীবন আমায় ? তুমি কি বলতে পারো ??? ..........