বসন্ত এল আমাদের দেশে ঋতুরাজ বেশে ।
প্রকৃতি এখন খেলা করে বুনো হরিণের কেশে ।
পাখিরা সকলে গেয়ে যায় গান মনে নব বান ।
কূহ কূহ ডাকে তারা সবে নাচে করে আহ্বান ।
দেখ রক্তিম আভা ছরিয়েছে চারদিকে শোভা ।
সবদিকে দেখি শুধু আহ! চির হরিতের নোভা ।
নব পল্লবে সেজেছে প্রকৃতি বিয়ে যেন তার ।
হাহাকার করে শুধু পিপাসায় জলের আধার ।
মাঠ ঘাট উঁকি দেয় কচি কচি কৃষানের ধানে ।
চোখ মোর জুরে যায় প্রভুর এ অফুরান বানে ।
বসন্ত এল খাঁ খাঁ রোদ্দুরে কৃষানের পিঠে ।
কৃষানের কাজে নেই বাধা, লাগে তার সব মিঠে ।
খাঁ খাঁ রোদ্দুরে নরম বাতাস চারদিকে দোলে ।
প্রকৃতি এখন মজেছে ঋতুরাজের স্নেহের কোলে ।