আমি হাঁস হতে চাই , চোখ বোজা দিনে,
রাজহাঁস, পাতি হাঁস, ধলা বালি হাঁস ।
উষ্ণ পালক নিয়ে পায়ে পিষে ঘাস ,
ঘুরব নদীর হিম ছোঁয়া জল বিনে ।


কন কনে শীতে কাপছে যখন সবে ।
আমি ডানা ঝেড়ে হেসে হেসে দল বেধে,
ঘুরব নদীর বাকে, হাত রেখে কাধে ।
পালক আঁচড়ে  বলব, বর্ষা কবে ।


তোমার ইচ্ছা হলে চলে এসো তীরে ।
দুজনে শীতের আমেজ মাখব বুকে ।
ঘন কুয়াশায় বের হব ঝাঁকে ঝাঁকে ।
মা তখন বলে, কিরে আয় তোরা ফিরে ।


না, আমি চাই না চোখ বোজা এত শীত ।
আমি হাঁস হতে চাই ঘুরে ফিরে খাই ।
হোক তা শীতল জল, লাগে না তো ভাই ।
আমি হাঁস হয়ে গাইব সুখের গীত ।