আমি কবি  না, মানুষ হতে চাই সুশীল মানুষ ;
ও রুপ মানুষ যার অহমিকা বোধ নেই ।
নেই কোন অনর্থক উন্মাদনা ।
নির্ধন দেখে  করে না কোন  হেলা ।


অপরাধ দেখে চুপ করে থাকে যারা ;
না অনুরূপ হতে  না , প্রতিবাদি হতে চাই।
হোক না  জেল অথবা কন্ঠে  ফাঁসি ।
প্রতিবাদে বহ্নি তেজে জ্বালিয়ে দিব ওদের ।


ধর্মে ধর্মে মারামারি হানাহানি করে যারা ,
এরা কারা ! এরা কি মানুষ ?
তুমি ভাই মানুষ বলতে পার ।
আমি এদের নর্দমার কীট হিসাবে জানি ।


একজন রাজনীতিবীদ তোমার আদর্শ হতে পারে ।
অবশ্য আমি ওদের মানুষ মনে করি না ।
যে জনগণের অধিকার হতে বঞ্চিত করেই  সুখ পায় ।
তিনি আর যাই হোক মানুষ হতে পারে না ।


আমিও মানুষ হতে চাই একজন সুশীল মানুষ ।
ওদের মতো না , যারা অন্য কে ঠকিয়ে ,
উদর মোটাতাজাকরন করতে ভীষন ব্যস্ত ।
এদের মতো না  ।


আমি মহাপুরুষ না, সাদা-সিধে মানুষ তো হতে পারি ?
সে রুপ মানুষ যার ভিতর থাকবে শুধু সত্য ,
থাকবে কেবল  প্রেম আর ভালোবাসা ।
হ্যাঁ, মানুষ হতে চাই  সুশীল মানুষ ।