এমন সময় ভীষণ কঠিন অবশ্যই
যখন মনে হতে থাকবে, কাল কখনও আসবে না
কেবল আজকের দিনটা তোমাকে দিতে পারে
তীব্রতম আনন্দের সর্বশেষ মুহূর্ত...


তবু এর থেকে তো ভাল, যখন তোমার মনে হবে,
"ও তো আমার নয়, তবু কেন নিজের মনে হয়"!
আবার, বুঝে নেবে দূরত্ব, বুঝে নেবে আরও বহুদূর...


তোমার নিজেকে সাগর মনে হবে
আবার কী যেন ভেবে অজান্তে বলে উঠবে,
"তোমার হায়া নাই সমুদ্দুর,
বহুদূর পাহাড়ের ঘাম গায়ে ঢালে নদী..."


আমি আমার সময় দুঃসময় নিয়ে কাউকে কিছু বলি না
আমার মুহূর্তের হিসাব রাখে শুধু মঞ্চের প্রিয়মুখ
আর তাদের ভালো না থাকার অভিনয়ের সুনিপুন প্রেক্ষাপট


আমাকে জেনে ধীরে ধীরে মরে যেতে থাকে-
মাটিতে জন্মে আকাশের স্বপ্ন দেখা সবুজ ঘাসের কার্পেট...