আমাদের এখনও অলিখিত গল্পে কারও কোনো ভুল নাই,
নাই আক্ষেপ, ক্ষোভ কিংবা ক্ষমার ব্যাপার


আমাদের এখনও না-লেখা গল্পে এমন সংকট আসবে না
যেখানে বিচ্যুত প্রাক্তন পঙ্কিল ডাকে, আবারও সাহচর্য চায়,
তবে আমার স্ত্রী সন্তানসম্ভবা, তাই-
মদ অথবা মাদক ভিন্ন অন্য নিস্তারপথে যেতে পারছি না


এই গল্প লেখা শেষ হলে তার ছায়া নিয়ে যে চলচ্চিত্র হবে
তাতেও থাকবে না জটিলতম সংকট, খলচরিত্র কোনো
আমরা আমাদের দেখবো ভিন্ন সময়ে, ধার করা অবয়বে  
মধ্যবিরতিতে মনে হতে পারে, এই তো সেদিন রাতেই
নদীর স্রোতে মিশে যাচ্ছিল বেদনার্ত সেতারের ধুন,
আর আমাদের চোখের জলের নুন, একসাথে...  


শুধু শেষদৃশ্যে বিকল্প খোঁজার যে আপ্রাণ প্রচেষ্টা
আমাদের রক্তের ভিতর, চিত্রনাট্যে তা থাকবেই থাকবে!