অভুক্ত বসে আছি
রুটি কেড়ে নিয়েছেন ঈশ্বর


এত ক্ষুধা পেটে অঢেল পূর্ণিমায়
নয়ন ঊর্ধ্বমুখী
চাঁদ নয়, ওটা স্টিমারের সার্চলাইট
লাগছে না ঝলসানো কিছু!


মনের সমস্যা না কবিদের ভুল?


ভোর হয়ে আসছে
সোনালি ভোরেরা আসবে না ফিরে
ঘিরে থাকা মুখ, জঞ্জাল ছেড়ে
চলে যাব কোথাও না কোথাও


এ সময়ে শীত ডাকে বান্ধব কুয়াশারে
রোদে সেও মুছে যাবে
রোদে পুড়ে যাবে অনাবৃত ত্বক
পড়ে রবে আমার ছায়া
পদছুঁই পথের উপর