আমাকে আপাদমস্তক পোড়াও
নিদেন আগুন লাগাও আঁখিপল্লবে
অথবা দাও অগ্নিসম হিমের সুনিপুণ ফ্রস্টবাইট!


বক্ষে বিঁধে আছে হুল, উপশম চাইবোনা
আমার প্রতিটি কায়াঅণু ভষ্ম করো শুধু
কিংবা শীতলে জমাট নিথর করে দাও-
কাঁতর ঠোঁটের করুণ আবদার!
জেনো, দুভাবেই হাহাকার তীব্র
দুভাবেই নিশ্চিত মৃত্যু আমার...


জীবনের লোভ দেখিও না, জীবন ছলনার মায়াজাল
স্বল্পায়ুতে আমিও দেখেছি যাপিত জীবনের বহুরঙ
সহাস্যে ক্ষণকাল ভেসে-
আমিও পেরিয়েছি যাতনার পুলসিরাত...


পৃথিবীর আবেদন ম্লান লাগে বলে-
এবার আমাকে আপাদমস্তক পোড়াও
নিদেন আগুন লাগাও আঁখিপল্লবে
অথবা দাও অগ্নিসম হিমের সুনিপুণ ফ্রস্টবাইট!


জীবন, যাপন, ত্রিভুবন...
এই আদমকে আর কিছুই টানছেনা...