সহস্র জীবনের ভিড়ে একটা দুর্মূল্য জীবনের লোভে-
সর্বস্ব নিংড়ে দেখি, নেই নির্জাস, শুরু উড়িতেছে ছাই
ধুলো ধুলো হয়ে পড়ে আছে লক্ষ্য সমুদয়, নেই ছিঁটেফোঁটা আলোর রোশনাই


অথচ, আমার তো প্রিয়তমা কাউকে দূরে ঠেলে দিতে দিতে বলবার কথা ছিল,
"অযথা রাগ কেন করো? আমার ঘরে ফেরা মানা..."
আমি ভাবতাম, এমন মানুষ হব যে, আমার মা গৃহত্যাগী হবার কালে বলবে,
"তবুও আমার সন্তান হবার জন্য তোমাকে ধন্যবাদ হে মহান..."


এদিকে বাস্তব বড় কল্পনাবিমুখ, অগত্যা সবজি হয়ে শুয়েবসে আছি,
হয়ে আছি পার্শ্বচরিত্র কোনো, শেষবেলাতেও সুযোগ মিলছে না, তাই-
অসংখ্য পাহাড় পেছনে ফেলে, হাজার বাদাড় ঘুরে, কোনো উন্মুক্ত স্থলে-
রাত্রি নেমে এলে, চোখ মেলে খুঁজে ফিরি আকাশের ব্ল্যাকবোর্ড,
দেখি, ওখানে সফেদ হরফে এই নাম লেখা আছে নাকি নাই, বৃথাই...


গড়পড়তা অনুভূতির বাহুল্য ঝেড়ে ব্রক্ষান্ডের উন্নততম বোধের সন্ধানে যদিও
তবু সত্য উপলব্ধির সারাংশটুকু পড়ে দেখি, দুধভাত রয়ে গেছি...