সর্বস্ব কেড়ে নিলে প্রভু
করজোড় শিউলিভোর মানলে না
যে সর্বনাশের লোভে মরে মরে বেঁচে থাকে লোক
আমি প্রভু হাতড়ে ফিরি সে লাস্যের ব্যথা
ব্যাখ্যাতীত প্রলয়ংকরী এক বিস্মৃতির পথ হাঁটছে না


অথচ, আমি তো চেয়েছি কামনা মানে আর নয় একটা যুবতী
কামনা মানে আর নয় শিমুলের বনে নিভে গেলে রাতের ছায়া-
চারপাশ জ্বলে উঠবে রক্তের মত লাল আগুনে আলোয়
ভেবেছি প্রেয়সী ভ্রষ্টশব্দ এক, ভেবেছি সেও জনশ্রুতির মত
যার কিছুটা সত্য বাকিটা মিথ্যে হতে পারে...


পেরিয়েছে অসংখ্য রাত কতশত বিকল্পের ঘোরে
তাদের নরম বুকে মুখ গুঁজে ভুলতে চেয়েছি
পাশে রাখা ওষুধের শিশি, নীল হলুদের খাম
তবু পাঁজরের ভিতর কার লাগি এই মর্মর শুনি  


বরাবর ভুল আন্দাজ দিয়ে গেছে কী ছিল তার মনে
অথচ, আমি সর্বদা থেকে গেছি 'সতত তাহার'...