বিগত বন্দীত্বযাপনের দিনে আমি যে কতবার
"কই তুমি কই তুমি" বলে অদৃশ্য কাঁদলাম...


সেই বন্দীদশার কালে আমি ভুলতে বসেছিলাম,
আকাশও হতে পারে অক্ষরহীন নীলাভ সুখের কোনো পোস্টার,
ভুলে ছিলাম উঠোনের গালিচা, সাগর নামের অথৈ অতল সুইমিংপুল...


আমি এখন যাদের ভালোবাসি, আর যাদের ভালোবাসি না
অজানা কোনো কারণে তাদের অনেকেই তুমি থেকে খুব আপন তুমি প্রবল হয়ে উঠছিল
তবে কি সেইসব পাথাল আবেগের দিনে তোমার বলে যাওয়া
"এরপর তোমার জীবনে আবারও যদি প্রকৃত প্রেম আসে, সেই নামটাও হবে আমারই নাম...",
ভুল ছিল? নাকি পুরো সময়টাই বিভ্রম?


বিগত বন্দীত্বযাপনের দিন থেকে দিনে আমি যে কতবার
যা কিছু ফিরে দেখা হবে না বলে সিদ্ধান্ত নেয়া ছিল,
সেসব ভুলের দিকেই আমার সকল ইচ্ছে পাঠালাম
নতুন ভুলের প্রমাণ আবার আমি নিজের নামে আলাদা রাখলাম...