কারো হাত ধরবার মত অজুহাত পাচ্ছি না
কারো ঠোঁট চুষবার মত আস্কারা পাচ্ছি না
বাজে অবস্থা! বোঝাবার মত শব্দও পাচ্ছি না খুঁজে
যেন বোবা আর্তনাদের প্রকাশও বোবা হওয়া লাগে


এই অবস্থায় একমাত্র তৃতীয় লিঙ্গরাই অক্ষত থাকে


আমার আফসোসে যেন মহাকালের অঘোষিত নিষেধাজ্ঞা
স্বর্গের পতিত হাওয়া যেন আমি, অসম্ভব নির্বান যার...
তদবীরে কোনো ফায়দা দেখছি না, কারচুপির কোন উপায় পাচ্ছি না
সেই অভিশপ্ত আজগুবি চরিত্র, অনাকাংখিত সত্ত্বা আমি
কপালে যার দুটা লাল রেখা আড়াআড়ি কাটা আছে...
মরবার কোন উপায় পাচ্ছি না, বাঁচবার কোনও অজুহাত পাচ্ছি না


আমাকে ঝুলিয়ে রেখে সব মানুষ, সকল সম্ভাবনা ফূর্তিতে মেতেছে...