নীলগিরি আর যাবো না
পাহাড় টানে, পাহাড়েই যন্ত্রণা

যাবো না নীলগিরি আর
মুখ হা করে মেঘ খাবো না
এইসময়ে এট্রিয়ামের লনে কড়া লিকার চলতে পারে
তবে চিনি আর চলবে না! না না নাহ...

সবকিছুতেই আগের রুটিনে জারী অঘোষিত নিষেধাজ্ঞা
রাতে ঘুম হবে না, দিনে কাজ হবে না, না মানে, নাহ...

ভরদুপুরে স্কচ? হ্যা!
নীলিমার সাথে নিবিড় চুম্বন?
হ্যা হ্যা হ্যা...
এইসব তো আগের রুটিনে ছিল না...

পাহাড়ের ত্বক জুড়ে নিরিবিলি অরণ্য, অবিচল  
সেইখানে বনরুইদের মত পতঙ্গভুক হবো না...

নীলগিরি আর যাবো না
চোখ মেলে আকাশ দেখবো, আসমান হবে না...