ইথারে সমস্যা, কারো সাথে যোগাযোগ নাই
অনুপস্থিত তুইও, গরমে থরথর কাঁপি তাই


শীতে শরীর জ্বলতে থাকে আগুনে
হেমন্তে বর্ষা ভাঙ্গে, বর্ষায় জাগে খরা
এইদিকে তুই স্বপ্ন দেখিস ফাগুন
আর আমার ফাগুন ডুবে শ্রাবণে...


ছিনিমিনি খেলা কি এটাকেই বলে?


আমি তো ফাঁদ পেতে তোর দেহ চাই নাই
রুপের পশরা মেলে বসা? ছিল তোরই ইচ্ছা...
আমি তোর ঠোঁটে আলতো ঠোঁট চাইতাম
সুরুত করে গিলে নিতে পারতাম-
তোর মুখের লালা, আদরের ছলে...
লোকে কানাঘুষায় সেটাকেও ভালোবাসা বলে,
ভালোবাসাই বলে...


কেন যে তোর আলগা আবরণ, বুঝি না কিছু
দাম বাড়াচ্ছিস আরও? দুরত্বের কৌশলে কৌশলে?