একটা ব্যক্তিগত নদী দরকার, শতদ্রু...
একদিন স্বপ্নেরা ঠিকঠাক হয়ে উঠুক নদী,
স্বপ্নেরা বয়ে চলুক শতদ্রু সে নদীর নামে!


আমি বহুকাল ধরে সয়ে গেছি
তোমাদের ছলাকলা, অবহেলা।
বহুকাল হলো শুকিয়ে হয়েছি কাঠ,
কন্ঠে কিংবা মনে মরুভূমি,
এবার সরাসরি চাই একটা নদী;
শতদ্রু একটি নদী...


যে নদীতীরে বাল্মিকিবিমুখ জাত এখনো রাখেনি পা,
যার কূলবর্তী মানুষের হ্রস ও দীর্ঘশ্বাস হয়নি আলাদা!


আমাকে তেমন নদী দাও, অথবা খোঁজ পেতে হাত বাড়াও,
যদি জানা থাকে, যদি থাকে শোনা, তবে হদিস দিয়ে যাও,
কোনো নদীর খোঁজ পেলে জানাও, শতদ্রু...