একদিন আমি দস্যুর মতো, একদিন আমি তোর গলায় খঞ্জর ঠেকিয়ে বলছি, এরপর পৃথিবীর ইতিহাস আমাকে যেভাবেই মনে রাখুক, তোকে নিংড়ে নেবো ইচ্ছেমত যেহেতু এটা অলঙ্ঘনীয় যে তোর সর্বস্ব আমার।


একদিন আমার মাথায় তুইকেন্দ্রিক আনকোরা ফ্যাসিবাদ, একদিন বন্দুকের নলে সকল প্রিয়মুখ তোর পরিধি থেকে সরিয়ে দিতে দিতে বলছি, আমার শাসনে তোর কামনায় অন্য নাম মানেই তার নিয়তিতে মৃত্যুদন্ডের বিধান।


প্রেমিক বলিস অথবা পিশাচ, একটাদিন এমন, যখন জগতের সকল মানুষ একসাথে লাশ, শুধু মুখোমুখি দাঁড়িয়ে আমরা দুজন। তোর চোখে ঘৃণা, তোর চোখে হলে হবে আমার জন্য ভয়। আমিতো জানি, স্বেচ্ছায় তুই আমার হবার নয়, তবু অনুনয় মেনে নেবো কেন?


একদিন আমি ঈশ্বরের মতো অথবা সম্রাট অশোকের বহুগুণ বলে সমস্ত জনপদে, প্রত্যন্ত প্রান্তরে প্রান্তরে স্থাপিত হবে আমাদের নামের স্তম্ভ, খোদাই অক্ষরে কালজয়ী গল্পের শিলালিপি। গল্পে আমার সম্মুখে নতজানু যে চরিত্র, আমি যাকে আদর করছি আর নিজের করে নিতে চাইছি যার সত্তার পুরোটা, তোর নামেই তার নাম। পরবর্তী অনন্ত সময় সত্য বলে মেনে নেবে সেই মনগড়া ইতিহাস।