বিমূর্ত রোজনামচা ধূলায় ধুসরিত
                   কঠিন মলাটে আবৃত
খন্ডিত অধ্যায়ে বিভক্ত
            বেদনার্ত জীবনের ইতিবৃত্ত
                          ক্রমান্বয়ে লুপ্ত।
লাঞ্ছনা গঞ্জনা ঘৃণা
       অবহেলা বিরহ যন্ত্রণা
পাওয়া - না পাওয়ার বেদনা
                 থেকে যাক অপ্রকাশিত।  


স্নেহ -মমতা সহমর্মিতা
        নিঃস্বার্থ সহযোগিতা
                  প্রাপ্তিতে ব্যর্থতা
চলার পথ হয়নি সুগম বরং কণ্টকিত।


অথৈ পাথার কেটেছি সাঁতার
                 পাড়ি দিতে হয়েছি ক্লান্ত
অবসন্ন কলেবর অখন্ড অবসর
                 জীবন সায়াহ্নে উপনীত।