পিচ্ছিল কর্দমাক্ত পথে
            হয়েছি ক্লান্ত যেতে যেতে
সুগম রাস্তার আশায়
      হেঁটে চলেছি অজানা ভরসায়।


ভাঙা তরী সঙ্গে
ঝঞ্ঝাবিক্ষুব্ধ তরঙ্গে দিতে হবে পাড়ি
জীবনের যতো আনন্দ হাসি গান
       কখনো উজ্জ্বল কখনো ম্লান
মাঝে মাঝে মনে হয়
সুখের চেয়ে দুঃখের পাল্লা সদা ভারী
নষ্ট পরিবেশে কষ্ট শ্বাসপ্রশ্বাসে
         কায়মনোবাক্যে স্রষ্টাকে স্মরি
ঘোর অমানিশা শেষে পোহাবে শর্বরী।