কে বলে তোমায় নষ্টা কিংবা ভ্রষ্টা
তুমি আমার অনাগত বসন্তের
                      একমাত্র স্বপ্নদ্রষ্টা,
তোমার ওষ্ঠাধরে মিষ্টি হাসি
আমার ছন্দমাধুর্য্যে জীবনের সুরস্রষ্টা।


      তব মায়াঘেরা চকিত-চপল দৃষ্টি
মম খরতাপে তাপিত হৃদয়ে
   যেন তৃষ্ণার্ত মরুভূমে সুশীতল বৃষ্টি
তোমার নিষ্ঠাবান শিষ্টাচারে
          আকৃষ্ট আমি অন্তরের সন্তুষ্টি।


তোমার অতুলনীয় দেহবল্লরী
                     স্রষ্টার অপরূপ সৃষ্টি
আমার জীবনের দিশারী তুমি
           তৃষিত হৃদয়ের কষ্টহীন তুষ্টি।