অনেকের অভিমত --
          " অর্থ নাকি অনর্থের মূল "
ক্ষেত্র বিশেষে সঠিক হলেও
       মোটের উপর নিতান্তই ভুল।


বাস্তবতার নিরিখে --
     অর্থই অর্থবহ, কভু নয় মূল্যহীন
অর্থ বিনা জগত-সংসার
                      নিতান্তই অর্থহীন
সুষ্ঠুভাবে জীবন যাপন
              দুর্বিষহ নিদারুণ সঙ্গীন।


অর্থের অন্যতম অবদান --
সামাজিক বা রাষ্ট্রীয় মর্যাদা কিংবা
         প্রভাব প্রতিপত্তি ও মান-সম্মান।


অর্থের ক্ষেত্রে ধ্রুব সত্যি --
জীবনের প্রায় প্রতিটি স্তরে
                   অর্থই হচ্ছে মূল ভিত্তি।
অর্থ দেয় ক্ষমতা, বশ করে জনতা
     জানায় আমজনতা সবিনয় প্রণতি।


  আইনের যত গতি,নত থাকে তার প্রতি
    দূর করে ভয়-ভীতি,পদে পদে উন্নতি
পাল্টায় রীতি নীতি,দুর্বোধ্য হয় মতিগতি
চারিদিকে সুখ্যাতি,দেশপ্রেমিক মহামতি
    পরিবার-পরিজন আর স্বজনের প্রীতি
      দ্রুতলয়ে বৃদ্ধি প্রাপ্তি জীবনের গতি।