বেদনার পুঞ্জীভূত মেঘমালা
    বৃষ্টি হয়ে ঝরে পড়ুক অঝোর ধারায়
প্রভাতের স্নিগ্ধ সূর্যালোকে
    ক্ষণস্থায়ী জীবন যেনো উদ্ভাসিত হয়।

সুশাসনের দৈন্যতায় অভাবিত শূন্যতায়
      কষ্টার্জিত স্বাধীনতার অমৃত
               তীব্র হলাহলে পরিণত
       উৎকণ্ঠিত চিত্তে অজানা আশঙ্কায়।
বিজয়ের উচ্চকিত অঙ্গীকার
             সঙ্গীতের সুরঝংকার
    অদৃশ্য ইঙ্গিতে বেসুরো হাহাকার
       চরম প্রতিকূলতা জীবন-জীবিকায়।