দেশ যদি নূন্যতম চাহিদা মেটায়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়
           দেশাত্মবোধ প্রকাশ পায়
             ব্যত্যয়ে বিতৃষ্ণা জন্মায়।


গ্যাস বিদ্যুত পানি
        টাকা দিয়েই কিনি
মোটেই নয় করুণা বা মেহেরবানি।


সরকারি যেকোনো চাকরি
                  প্রজাতন্ত্রের কর্মচারী
কোনক্রমেই হতে পারেনা
ব্যক্তি বিশেষের দাসত্ব অথবা
            গোষ্ঠীর জন্য চাকরগিরি।
বরং ----
চুক্তি ভিত্তিক দায়িত্ব পালন
      যোগ্যতানুযায়ী পদায়ন
               শ্রম ও মেধার মূল্যায়ন
জনহিতকর কার্যক্রমে
        নিষ্ঠার সাথে কর্তব্য সম্পাদন
বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ।


অর্জিত জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা
      উৎসর্গ করার মানসিকতা
   সততা স্বচ্ছতা জবাবদিহিতা
       তৎসঙ্গে পরমতসহিষ্ণুতা
             সুশাসন প্রতিষ্ঠার সহায়তা।