অন্ধের হস্তী দর্শন ---
   স্পর্শ ও অনুভবে অনুধাবন
ভিন্ন ভিন্ন অঙ্গের ভিন্ন ভিন্ন বর্ণন।


        বুদ্ধিমান চক্ষুষ্মান ---
বৈচিত্র্যময় অবলোকন
দৃষ্টিভঙ্গির তারতম্যে বহুমুখী মূল্যায়ন,
আবেগ ও চেতনায় নানারূপ বিশ্লেষণ।


        মিথ্যা বলা মহাপাপ ---
          সত্যের অপলাপ
প্রকৃতপক্ষে পাগলের প্রলাপ।


        সবুরে মেওয়া ফলে ---
সময় যাবে বিফলে
       কোনো কিছু নাহি মেলে
বাস্তবে মেওয়া প্রাপ্তি
              অর্থ ও শক্তির বলে।


     মানুষ মানুষের জন্য ---
তবে নয় অভিন্ন
জনে জনে ভিন্ন
কখনো অনন্য কখনো জঘন্য।