পরস্পরের প্রতি দোষারোপ
                   নিত্যদিনের খেলা
কেউ কাউকে বলেনা ভালো
                 সমালোচনার পালা

সততা--স্বচ্ছতা মিছে
        শুধু অভিধানে আছে
                বাস্তবে তা ছলাকলা
বস্ত্র ব্যবসায়ী অস্ত্র ছাড়াই
            ক্রেতাদের কাটছে গলা
সেজন্য‌ই কি তাদের কসাই বলা?

অলংকার কেনাবেচায়
                উভয়ক্ষেত্রেই ডাকাতি
সব ধরনের মুদিখানায়
                    ভেজালের বেসাতি


হোমিওপ্যাথি আর কবিরাজি
               ঔষধের কারসাজি  
অবিরাম বিক্রি হয়
          তবু শিশিবোতল হয়না খালি
আতর-পাথর বিক্রেতারা
                     নিয়মিত খায় গালি
অগণিত কাহিনী আছে
               সেসব কথা নাইবা বলি।