হে বিদ্যুৎ !
          তুমি শান্তির অগ্রদূত
    জীবন ঘনিষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ প্রদ্যোত
শক্তির ধারক প্রগতির বাহক
              বিজ্ঞানের অন্যতম নেয়ামত
তাই তব বিহনে আমরা কেমনে
                       করবো কালাতিপাত।

নেই ছায়া অদৃশ্য কায়া
তোমার প্রতি এতো মায়া
সর্বাত্মক সমৃদ্ধি ও প্রবৃদ্ধিতে
                    অপরিহার্য যে দিনরাত।


ঘনঘন আসা যাওয়া
     দীর্ঘক্ষণ না পাওয়া
                     কভু হয়োনা অনিশ্চিত  
লুকোচুরির ধরনধারণ
       অসহনীয় জ্বালাতন
          বিমাতাসুলভ আচরণ
                       সর্বতোভাবে অনুচিত
শীতের আবহে
   গ্রীষ্মের দাবদাহে
            তোমার বিরহে
  অন্তরের জ্বালা যেনো ঘটায় অগ্নুৎপাত।