কষ্টের কুয়াশায়   আচ্ছন্ন হয়
                         সুখের স্মৃতিগুলো
আলেয়ার দিকে   তাকিয়ে অপলকে  
                       মনে হয়েছে আলো
দেখে অবয়ব   করেনা অনুভব
                      অন্তরের জ্বালা কেহ
বৃষ্টির জলে   সিক্ত না হলে
                         শীতল হয়না দেহ
আবেগ উচ্ছ্বাস   হয়েছে ইতিহাস
                        গা ভাসিয়ে স্রোতে
দুর্গম পথ   বিফল মনোরথ
                      জীবনের শেষ প্রান্তে।