উন্মুক্ত বাতায়নে নির্লিপ্ত আননে
অশ্রুসিক্ত নয়নে পথপানে প্রহর গুণে
  আকুল হৃদয়ে বিনিদ্র রজনী যাপনে
                     কালাতিপাত মহারণে।
দখিনা সমীরণে অলির গুঞ্জনে
      ফুলের সৌরভে প্রজাপতি বিচরণে
ব্যথাতুর মনে---ছন্দ-মাধুর্য নাহি আনে।


নিথর শ্রোণি-জঘন ,  বিবশ বিম্বাধর
পল্লবিত বেতসপত্রসম কাঁপে থরথর,
উথালপাতাল আকুলিবিকুলি তৃষাতুর
অতৃপ্ত হৃদয়ের জলাঞ্জলি
                        কামনা বাসনার।


আর কত কালশশী বিরাজিত গগনে।
পঙ্কিল সলিলে অবগাহনের আহ্বানে
অনৈতিক উদ্বুদ্ধের প্রচেষ্টা
                           উপেক্ষাই সমীচীন।
সীমিত সংকীর্ণ একমাত্র জীবনে
স্রোতস্বিনী তটিনীবক্ষে
                   উন্মত্ত জোয়ার হানে,
উপভোগ্য না হয়ে হারিয়ে যাবে
                    মহাকালের গর্ভে নিরবে।