বিশ্বব্রহ্মাণ্ডে আবির্ভূত যুগে যুগে
                    বরেণ্য মহান যুগস্রষ্টা
                          প্রথিতযশা স্বপ্নদ্রষ্টা
            গ্রহের চির উজ্জ্বল নক্ষত্র
যাদের জ্ঞানালোকে উদ্ভাসিত
                          বিশ্বের সর্বত্র
            যেন সুবিশাল সীমাহীন বারিধি
     যাদের কল্যাণে প্রাপ্তি জ্ঞানের পরিধি।


রবীন্দ্র - নজরুল প্রণিধানযোগ্য যশস্বী
বঙ্গবাসী বাংলাভাষী আরো কত মনীষী
        দিয়েছে অনন্য উচ্চতা
বাংলা ভাষার ক্ষেত্রে চূড়ান্ত সার্থকতা।


      হাফিজ-গালিব-রুমী-ওমর খৈয়াম
শেখ শাদী-ফেরদৌসী ফারসি ভাষার
                   চিরভাস্বর অনন্য সুনাম।


টলস্টয়-সাদত হাসান- কিষণ চন্দর
উজ্জ্বল জ্যোতিষ্ক তারা
                     নিজ নিজ ভাষার
সেক্সপীয়র-ওয়ার্ডস ওয়ার্থ -শেলী-মিল্টন
  বার্ণাড শ-ইলিয়ট-গোর্কি-কীটস-বায়রন
  সাহিত্য জগতে এদের সবিশেষ অবদান
                  স্ব স্ব ভাষার সমৃদ্ধি সাধন।


ভাষাগত ব্যবধান এড়িয়ে
                 সীমানার গণ্ডি পেরিয়ে
       বিশ্বের সর্বত্র ছড়িয়ে
যুগে যুগে সমৃদ্ধ হয়েছে জ্ঞানের ভান্ডার।