অহমবোধ থাকতে হয়
         তবে অহমিকা মোটেও নয়
দয়া-দাক্ষিণ্য ক্ষমাশীল
মাত্রাতিরিক্ত হলেও ভুল
বিদ্যমান উদারতা
    উপেক্ষণীয় নিষ্ঠুরতা
                 তাতে বজায় মহত্ত্বতা
   দাম্ভিকতা পতনের মূল
         অতি নমনীয়তা তেমনি ভুল


মুখ্য বিবেক  গৌণ আবেগ
হ্রাস পাবে উৎকণ্ঠা  উদ্বেগ
      আত্মবিশ্বাসে আত্মপ্রতিষ্ঠা
           থাকতে হবে নিরলস প্রচেষ্টা
সাফল্য পেতে প্রয়োজন
                     আন্তরিকতা ও নিষ্ঠা


বিশ্বচরাচরে প্রতিটি স্তরে
পরিপূর্ণ জ্ঞানের ভান্ডারে
অতি ক্ষুদ্রাংশ আসে সবার গোচরে
   যা কিছু অর্জিত হয়  
        নিজ নিজ যোগ্যতা অনুসারে।