নবরূপে ধরণীতে বসন্তের আগমন
সোনালী আমের মুকুল
কৃষ্ণচূড়া-হিজল-তমাল-শিমুল
                  অপরূপ রক্তিম বরণ
করি অপলকে অবলোকন  
    তবু বিবর্ণ হৃদয় মম হয়না রঙিন।


নব পত্রপল্লবে আচ্ছাদিত শাখে
                    কোকিলের কুহুতান
পুষ্পিত কানন
            ভ্রমরের গুঞ্জন
                     প্রজাপতির বিচরণ
তৃষিত নয়ন
     তাপিত প্রাণ
                করে আনচান
            শিরায় শিরায় নেই শিহরণ
পুলকিত হয়না তনুমন
         অন্তরের দহন  হয়না নিবারণ  
হৃদয়-মরুভূমে নেই সুশীতল বরিষণ।