জীবন যাপনে অদৃশ্য দহনে
             কিংকর্তব্যবিমূঢ় সদা
সংসার ধর্ম যেনো অপকর্ম
               সর্বত্রই গোলকধাঁধা
তাল-‌‌লয়হীন ছন্দবিহীন
               বেসুরো গলা সাধা।


মজুমদার মুনাফাখোর
                নিচ্ছে লুটে ফায়দা
ফন্দি-ফিকির আছে নজির
               কতো রকম কায়দা


তেল মশলা মাশাল্লাহ
               সৈয়দ বংশে পয়দা  
লঙ্কা কিনতে শঙ্কা ভারি
                আদা কেনায় কাঁদা
মাংসবাজারে অংশ নিলে
              উচ্চ মূল্য আছে বাঁধা
কাঁচা বাজার করায় বেজার
              অগ্নিমূল্য বিষম বাধা।


হাসপাতালে চিকিৎসা নিলে
              নাই তিল ধারণের ঠাঁই
বেশ কষ্ট সময় নষ্ট
          রোগ নিরাময়ে ভরসা নাই
প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকে
                টেস্ট এর বিধান দিবে
ঔষধের দাম ঝরায় ঘাম
                     পকেট ফাঁকা হবে
সমস্যার ধকল আর কতকাল
                         বিরাজিত রবে।