অনুরাগে-অভিমানে
কখনো তুষ্ট কখনো রুষ্ট
             তুষ্ট-রুষ্ট ক্ষণে ক্ষণে
গাঁটছড়া বেঁধেছি যবে তব সনে
পূর্ণিমার চাঁদ বুঝি উদ্ভাসিত গগণে
প্রস্ফুটিত পুষ্প যেন সুবাসিত কাননে
তাপিত হৃদয়ে প্রশান্তি সুশীতল বারিবর্ষণে।


বলেছিলে নিভৃতে সংগোপনে
রেখেছো আমাকে তুমি
            তব হৃদয়ের উচ্চাসনে
যতই দুর্বোধ্য হ‌ওনা কেন
চড়াই-উৎড়াই পেরিয়ে যেন
সুদীর্ঘ দাম্পত্য অতিবাহিত সুমধুর গানে।


               শয়নে স্বপনে ধ্যানে জাগরণে
সতত তব মুখচ্ছবি ভেসে ওঠে নয়নে
    বড়ো অসহায় অনুভূত তোমা বিহনে।