গ্রীবা বাঁকিয়ে আড়চোখে তাকিয়ে
  মৃদু হেসে ভালোবেসে হৃদয় ছুঁয়ে
                          করেছো বিমোহিত।


খেলা-খেলা নাকি ছলনা
            ছিলোনা সে ভাবনা
           অথবা কোনোভাবে প্রভাবিত
  বরং উৎফুল্ল প্রাণোচ্ছ্বল আবেগাপ্লুত।


দরজার কড়া-নাড়া টোকা-মারা
                   ডাকাডাকি এড়িয়ে
নিঃশব্দে প্রবেশে অর্গল খুলে
             উন্মুক্ত দরজা ভয়ে ভয়ে
           বিনিদ্র রজনী কেটেছে কতো।
তুমি আসবে যে কোনো বাহানায়
রিপুর তাড়নায়    উদগ্র কামনায়
নাকি হৃদয়ের টানে
  নিষ্প্রয়োজন তা জেনে
       বরং ভাবি মনে মনে
অচিরেই সুনিশ্চিত মধুর আলিঙ্গন
        ওষ্ঠদ্বয়ে বিম্বাধরে সঘন চুম্বন।