কবিতাপ্রেমীদের পছন্দ --
                     অভিনব গদ্যময় ছন্দ।
অক্ষরবৃত্ত,মাত্রাবৃত্ত,স্বরবৃত্ত ছন্দ --
              কোন্‌টা ভালো কোন্‌টা মন্দ
ছন্দ নিয়ে কতো দ্বন্দ্ব
             পাইনা আমি কোনো আনন্দ।
কবিতা কিংবা পদ্য
             যথাযথ ভাবার্থ
                            অনুধাবনে ব্যর্থ
কবিতা লেখার ক্ষেত্রে তাই
                         নাই মোর সামর্থ্য।


নিষ্প্রয়োজন অন্তঃমিল
          ধাপের আকারে উদ্ভট গরমিল
যতিচিহ্ন ব্যবহার
     যথাসম্ভব পরিহার
        কৃচ্ছ্রতা সাধনের অপরূপ প্রয়াস
বাক্য গঠনে শব্দ বিন্যাস
                            সংযমী সন্যাস,
তাল-মান-লয়হীন
                   ধারাবাহিকতার আভাস।
গ্রন্থিত কথামালা --
           রসবোধে অপার লীলা
                   প্রাণে নাকি দেয় দোলা।