অভিমানের পিরিয়ড শেষে
অনুরাগের শুক্রাণুর
  জরায়ূতে সুখকর প্রবেশে
কবিতার ছন্দ ভাষা
     বিকশিত হয় ভ্রূণবেশে


লেখালেখির বেদনা নির্বিঘ্ন প্রসবে
নবজাতক কবিতা
              স্তন্যপানে তৃপ্তি পাবে
ক্রমে ক্রমে পরিণত হবে
           পূর্ণাঙ্গ সুডৌল অবয়বে।