ভালো থাকার জন্য অধিক উপার্জন
অনৈতিক পন্থা অবলম্বনে
ভালোত্ব বিসর্জন।
আনন্দ-উল্লাসে জীবন যাপন
অর্থ ব্যয়ে কার্পণ্য নাই
ব্যাপক আয়োজন।
এদের দ্বারা জনহিতকর
হয়না কোনো কার্য সাধন
সহায়তার হাত না বাড়িয়ে
এড়িয়ে চলে প্রতিবেশী
আর আত্মীয়-স্বজন।
উগ্র আধুনিকতায় গা ভাসিয়ে
উদ্ভট পোশাক পরিধান
শরীর আবৃত মূখ্য নয়
দৈহিক সৌষ্ঠব প্রদর্শন।
..............................