দানে ধন কমেনা
              ক্ষমায় কমেনা ক্ষমতা
কার্পণ্যে তিরোহিত প্রকৃত মানবতা।
    অহমিকা-অহংকার , বিকৃত ঝংকার
                   কদর্য মনের অলংকার।
ঔদ্ধত্য আর আগ্রাসন
    পরিণামে অনিবার্য পতন
পরনিন্দা - পরচর্চায় সদা রয় উন্মুখ
দুঃখ কষ্টে কাটে দিন না পায় সে সুখ
      মুখোশের আড়ালে থাকে সারাক্ষণ
  সমাজে ধিকৃত-নিন্দিত সর্বদা সে জন।


দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে
উদ্যোগী হতে হবে
        যেকোনো চরম বিপর্যয় নাশে।
  ঐকান্তিক প্রচেষ্টা সফলতার নিশ্চয়তা
         বৃদ্ধি পায় প্রতিরোধের সক্ষমতা।
কার্যকর ভূমিকা গ্রহণে থাকলে
                              বাধ্যবাধকতা
      তবেই সম্ভব হবে সার্বিক সফলতা।


সমাজের সম্বলহীন নিঃস্ব যতো
          দূর করতে তাদের অসহায়ত্ব
   উচ্চ বিত্তবানের হস্ত হোক প্রসারিত।
পরিহার করে বিদ্রূপ বা কটাক্ষ
সকলের জন্য অভিন্ন হোক
                          একমাত্র লক্ষ্য।
মানবতার জয় হোক প্রত্যক্ষ-পরোক্ষ।