মূল্যায়ন বিভ্রাট
--------------------


"নবারুণরাগরঞ্জিতঊষাবরণাগাত্রবর্ণ"
"আজানুলম্বিতকালবৈশাখীমেঘসম-
                                  ঘনকৃষ্ণকুন্তলা"
"সদ্যপ্রস্ফুটোন্মূখগোলাপকলিকাগ্রভাগবৎ-
               ঈষোদুন্নতস্তনযুগলশোভিতবক্ষ"
"চকিত-চপল-চাহনীচমকিতহরিণীনয়না
কোনো ললনার ছলনায় হৃদয়ে জাগ্রত প্রণয়,
                          প্রণয় হতে পারে প্রলয়।
অনুরূপভাবে---
শুভ্রশ্মশ্রুমণ্ডিত সৌম্যদর্শন সুবেশধারী
ধর্মীয় নেতার প্রতি
               অনেকেই ভক্তিতে মোহাচ্ছন্ন হয়
        মোহাবিষ্ট অনেকেই আপন সত্ত্বা হারায়।
দেশেদেশে কোনোকোনো রাজনৈতিক নেতার
উচ্চকিত কণ্ঠের উদাত্ত আহ্বান
                  উপেক্ষা করা বড়ই কঠিন হয়।
সর্বদাই হয়না গৌরব দীপ্ত জয়,
     হতাশার অমানিশায় নিমজ্জিতও হতে হয়।
              
           অনলের প্রতি হয়না ধাবিত
                                সব ধরনের পতঙ্গ,
          প্রাণিজ আমিষ করেনা ভক্ষণ
                               সব রকমের বিহঙ্গ। জ্ঞানদান নয় সমীচীন
       আগ্রহী নয় কিংবা অপারগ যেজন,
ভষ্মে ঘৃত বা উলুবনে মুক্তো
                         যেন অপাত্রে দান।