নিবেদিত প্রাণ
এস,এন,বাকী(মঞ্জু)


নিজের খেয়ে মনের সুখে
                তাড়ায় বনের মোষ
চারিত্রিক ত্রুটি নেই যদিও
     শুধু এটাই যে মজ্জাগত দোষ
লাজ-শরমের বালাই নেই
                নেই কোনো বিদ্বেষ
পাড়াপড়শী বলে তারে
   এভাবেই কি জীবন করবি শেষ  
নিজের প্রতি দৃষ্টি দিয়ে
           লাভ ক্ষতির হিসেব কষ্
আখেরটা গুছিয়ে নিতে  
              করবেনাতো আপোষ
উত্তরে সে বলে হেসে
                 এইতো আছি বেশ
যথানিয়মে একসময়ে  
                   উদ্ধার হবে দেশ।