অল্প প্রাপ্তিতে যে জন তুষ্ট
স্বল্প আঘাতেও সে হতে পারে রুষ্ট
পেতে পারে মানসিক কষ্ট।


সর্বক্ষেত্রে কমবেশি ইতিবাচক দৃষ্টি
সংকীর্ণতা হ্রাস পাবে
         হবে অনুকূল পরিবেশ সৃষ্টি
সর্বদা খরতাপে সুশীতল বৃষ্টি।


ধনে-মানে জ্ঞানে-গুণে
           উঁচু স্তরে যাদের অবস্থান
তাদের সাথে তুলনা করা
                 হীনমন্যতার লক্ষ্মণ
জীবনের প্রতি বিতৃষ্ণা জাগে
           বৃদ্ধি পায় মানসিক পীড়ন
ঊর্ধ্ব পানে না তাকিয়ে
              নীচের দিকে দৃষ্টি দান
মনঃকষ্ট লাঘব হবে
            তৃপ্তি দিবে নিজ অবস্থান।