প্রতিভার স্বীকৃতি আর মেধার মূল্যায়ন
জনহিতকর কার্যক্রম
               আর উল্লেখযোগ্য অবদান
পায় যদি এসবের যথাযথ সম্মান
জ্ঞানী গুণী উৎসাহিত হয়
                           বাড়ে উদ্দীপনা
নিজকে উৎসর্গ করতে পায় অনুপ্রেরণা।


তোষামোদ চাটুকারিতাপূর্ণ অতি ভক্তি
     কিংবা প্রাপ্তি অতিরঞ্জিত স্তব-স্তুতি
ফলশ্রুতিতে --
অহমিকা প্রকাশ পায়
   তাচ্ছিল্য প্রকট হয়
বেপরোয়া ভাব মাত্রা ছাড়িয়ে যায়
ক্রমান্বয়ে ধাবিত হয় অনৈতিকতার প্রতি
      কারো জন্য শুভ নয় ক্ষতিকর অতি
     উপকারের পরিবর্তে বেশি হয় ক্ষতি।