চাচা- মামা রক্তের বাঁধন
তবুও তারা হয়না আপন
               চাচি-মামি তার‌ই কারণ
সচরাচর দায়সারা কিংবা
     লোকদেখানো মিলবে আপ্যায়ন।
পক্ষান্তরে----
  চাচি-মামির আত্মীয় স্বজন
     যেকোনো কারণেই যখন তখন
                    উপস্থিতি বা আগমন
মাত্রাতিরিক্ত সমাদর
                 আর ব্যাপক আয়োজন।

ফুফা-খালু পরের পোলা
      আদর যতন যায়না ভোলা
          নেপথ্যে আছে যে ফুফু খালা।


গৃহকর্ত্রীর নিজস্ব আত্মীয়-স্বজন
           চিরদিন‌ই থাকে অতি আপন।