হৃদয়ের অব্যক্ত বেদনা কতো
                ঝরনাধারার মতো  
    অশ্রু হয়ে ঝরে   কান্না তারে কয়
হৃদয়ের পুঞ্জীভূত অনেক বেদনা
                     কান্নায় উপশম হয়
কান্না ভেজা চাহনি অনেক সময়
     সহানুভূতি কিংবা অনুকম্পা পায়
     কিছু কিছু কান্না সান্ত্বনা শুধু চায়
কখনো বা আনন্দের আতিশয্যে
                     কান্নার উদ্রেক হয়।  
উদ্দেশ্য প্রণোদিত মায়াকান্নায়
             সাময়িক বিভ্রান্তি সৃষ্টি হয়
তবে কোনক্রমেই তা চিরস্থায়ী নয়।