অনেক তথ্য      আংশিক সত্য
            ব্যঙ্গাত্মক‌ও হয়
কিছু প্রত্যয়        কিছু ব্যত্যয়
          রসাত্মক সুনিশ্চয়
জনকল্যাণে     উদাত্ত আহ্বানে
             মহত্বের পরিচয়
প্রকৃতপক্ষে       স্বার্থের লক্ষ্যে
            আখের গোছায়।


স্রষ্টার সৃষ্টিতে       আপাতদৃষ্টিতে
           ক্ষতিকর মনে হয়
কারো অনুকূলে  কারো প্রতিকূলে
       বিশ্লেষণে যথার্থ নির্ণয়।