কোনো কোনো শুভাকাঙ্খী বা সুহৃদ
লেখার প্রেক্ষাপট ও ভাবধারা
              যথাযথ অনুধাবনে নয় সক্ষম
তাইতো সমালোচনা বা পর্যালোচনা
                                হয়না মোক্ষম


গল্পের নেপথ্যে থাকে কতো রকম গল্প
           তাই কথা থাকে নিতান্তই অল্প
          কখনো ভাষাগত অর্থবহ বিকল্প।


ত্রুটি-বিচ্যুতি নিরসনে
ভুল-ভ্রান্তি সংশোধনে
গঠনমূলক সমালোচনা
                     হতে পারে ভ্রান্তি বিনাশ
বিরূপ সমালোচনা করা
                    নয় কভু জ্ঞানের প্রকাশ।


ভুল ধরতে ভুল করা
                   আর বানান বিভ্রাট
কণ্টকে আবৃত পুষ্প
                     অর্গলাবদ্ধ কপাট
যেমতে তস্কর করে
                      সম্পদ লোপাট
উদ্দেশ্য মহৎ হলেও
               সৃষ্টি হয় সমস্যার জট।