এই পৃথিবীর নাট্যশালায় ---
মন খুলে গান গাওয়া
                    হয়েছে বিষম দায়
অদৃশ্য ইংগিতে
কোনো কোনো সঙ্গীতে
                      কণ্ঠ মেলাতে হয়।


কোনো কোনো সঙ্গীত
               অতি নান্দনিক
   হৃদয়ে ঝংকৃত হয়  সুর মূর্ছনায়
তাল মান সুর লয়
                যেন হৃদয়ের কথা কয়
কিছু গান ছন্দ-মাধুর্যহীন
         জাগে বিস্ময়  আশাভঙ্গ হয়
কোনক্রমেই সমাদৃত নয়
বরং নিন্দিত ধিকৃত সর্বত্র বিশ্বময়।